লক্ষ্য করুন সবাই আগামিকাল যা যা হবে...
লিখেছেন লিখেছেন দেখা হবে বিজয়ে ২৬ অক্টোবর, ২০১৩, ০৮:৩৮:৩৭ রাত
হয়তো দুই তারা আজকের মতো আগামিকাল ও হাসতে হাসতে বৈঠকে বসবে কিন্তু এ দিকে তার বাইরে যা যা হবে তা হলোঃ
প্রথমত বিভিন্ন জায়গায় মিছিল ও হরতাল পালিত
তারপর ১০০০.....+ সাধারণ মানুষ সহ নেতা কর্মি গ্রেফতার ও বিভিন্ন জায়গায় ত্রি-মূখী সংঘর্স পুলিশ,বিজিবি,জামাত-শিবির ও আরো সহযোগি সংগঠন ফলে আহত হওয়াটা স্বাভাবিক যার সংখ্যা ৭০০.......+আর একটি বড় বিষয় তা হলো পুলিশের বা বি,জি,পির গুলিতে নিহত ১০০.....+ বা এর কম বেশি হতে পারে, বা ভালো তো ভালো না চায়ের দামে সরবত। দেশের পুলিশ বাহিনি অস্ত্র নিয়ে সারাদেশে মোহড়া চলচে .....তারা তাদের ট্রেনিং কেমন করেছে তার প্রকাশ দেশের মানুষ গুলি করে তাদের পরিক্ষা নেওয়া হচ্ছে। আর কত ? সাধারণ মানুষের জীবন নিয়ে এ সংকট সমাধা হবে বলতে পারবেন কেউ। সব মিলে এক লক্ষ সাধারন জীবন নাকি তাও হবে না।
আমি বুজিনা একটা কথা আমার ছোট মাথায় যেটা জানি আর তা দেশের মানুষের কল্যানের জন্য যে টা প্রয়োজন আর তা সংবিধান কিন্তু সংবিধানই জনগনের জন্য কাল সাপ হয়ে দাড়িয়েছে। বেশি বেশি বলে ফেললাম ভাই আর না.......সব মিলে দেশের সাধারণ মানুষের ও দেশের কল্যানের জন্য সাধারন মানুষের আকুতি দ্রুতো সমাধা চাই ।
বিষয়: বিবিধ
১০২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন